বিশ্বকাপ ব্যর্থতার বৃত্তেই আটকে থাকল স্পেন। প্যারিসে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ফ্রান্সের লোইক রেমির একমাত্র গোলে হেরেছে।

প্রথমার্ধে অন্তত দুবার স্পেনের ত্রাতা ডেভিড ডি হেয়া। নবম মিনিটে করিম বেনজামার শট ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকেও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে হতাশ করেন তিনি।
দ্বিতীয়ার্রে ৬৫ মিনিটে ভালবুয়েনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও স্পেনর স্বস্তি বেশিক্ষণ টেকেনি।
ম্যাচের ৭৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পান গত রোববার চেলসিতে যোগ দেওয়া রেমি। পল পগবার বাড়ানো বল দারুনভাবে রিসিভ করেন ম্যাথিউ ভালবুয়েনা। তার বাড়ানো বলে রেমি খুঁজে পান স্পেনের জাল।
৮৪ মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে স্পেন। বিপজ্জনক জায়গায় বল পেয়েও বাইরে মারেন ডেভিড সিলভা।শেষ পযৃন্ত আর কোনো গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।
দিনের অপর ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। ১৮ ও ৭৭ মিনিটে মার্টিনেস ও উইসালের গোলে অস্ট্রেলিয়াকে হারায় তারা।
ইউএম/