
দুই দিনে ২০০ থেকে ২৫০ জন যৌনকর্মী টাঙ্গাইল পল্লীতে ফিরে এসেছেন বলে জানিয়েছেন যৌনকর্মীদের সংগঠন নারী মুক্তি সংগঠনের প্রেসিডেন্ট আকলিমা বেগম আঁখি।
বার্তাসংস্থা বিবিসিকে তিনি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
আঁখি বলেছেন, প্রশাসন এবং প্রচুর সংখ্যক পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে, তবে তাদেরকে উচ্ছেদের দাবিও উঠছে।
এদিকে, টাঙ্গাইলের ওই যৌনপল্লী থেকে কর্মীদের উচ্ছেদের কয়েকদিন পর তারা আবার সেখানে ফিরে আসতে শুরু করায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
তাদেরকে উচ্ছেদের দাবিতে ‘অসামাজিক প্রতিরোধ কমিটি’র ব্যানারে শত শত লোক বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে বিক্ষোভ করেছে।
আকলিমা বেগম আঁখি বলেন, মেয়র এখানে থাকতে না বলছে, হুজুররা মিছিল করছে, কিন্তু প্রশাসন প্রোটেকশন দিয়ে তাদেরকে বন্ধ করেছে।
তবে যৌন কর্মীরা ‘বিপদ এবং কষ্টের’ মধ্যে আছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ, টাঙ্গাইলে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আন্দোলনের মুখে গত ১২ জুলাই প্রায় দেড়শ’ বছরের পুরনো কান্দাপাড়া যৌনপল্লীর সাড়ে আটশ’ যৌনকর্মী একরাতেই তাদের আবাসন ছেড়ে চলে যায়।
যৌনকর্মীরা চলে যাওয়ার পর থেকেই ঘরবাড়ি ভাঙ্গার কাজ শুরু করে দেয় ৫৬ জন বাড়ির মালিক ও সর্দারনীরা।