
বলিউডে হট পারফরম্যান্সে এখন টেক্কা দেওয়াল লড়াইটা বেশ জমে উঠেছে। সানি লিওনকে টেক্কা দেওয়ার লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন সুরভীন চাওলা।
‘হেট স্টোরি ২’-র পর এবার ‘ক্রিয়েচার ৩ডি’ সিনেমায় উত্তেজক দৃশ্যে পর্দা কাঁপাতে চলেছেন সুরভীন।
‘ক্রিয়েচার ৩ডি’ সিনেমার প্রোমোশনাল গান মুক্তি পেয়েছে। ‘মহব্বত বরসা দে’ শিরোনামের এ গানে চেনা ছন্দেই হাজির হয়েছেন সুরভীন৷ এ সিনেমায় সুরভীনের বিপরীতে রয়েছেন রজণীশ দুগ্গল।

সম্প্রতি মুম্বাইয়ের জয়পুরে একটি ফ্যাশন অনুষ্ঠানে সুরভিন সাংবাদিকদের বলেন, সুইমিংপুল বা কোনো বিচে যখন সাঁতার কাটি, তখন অবশ্যই আমি বিকিনি পরে থাকি। কারণ বিকিনি আদর্শ পোশাক। আর এটা যদি ১০ হাজার মানুষ দেখে তাতে আমার কোনো সমস্যা নেই।
এ অভিনেত্রী আরও বলেন, নিজের বাড়িতে বিকিনি পরা আর গোয়া বা থাইল্যান্ডের সমুদ্রসৈকতে বিকিনি পরা আমার কাছে একই রকম। আর সিনেমাতেও বিকিনি পরতে আমি কখনোই বিব্রত বোধ করি না।
অন্যদিকে, সম্প্রতি বিশ্বখ্যাত প্লেবয়ের ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান করে নিয়েছেন সানি। জিসম ২ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি।
এরপর রাগিনী এমএমএস ২ এবং জ্যাকপটের মতো সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
এগুলোর বেশিরভাগই বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও খোলামেলা অভিনয়ের কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
ভিডিও
পড়ুন আরও কয়েকটি রিপোর্ট:
বিয়েবাড়ির মতোই নাচ-গান-হই-হুল্লোড় সবই হয়েছে। হয়েছে জম্পেস খানাপিনাও। আত্নীয়-স্বজনেরও ছিল সরব উপস্থিতি। আনুষ্ঠানিকতারও কোনো কমতি ছিল না। অন্য দশটা বিয়ের মতো আর সবকিছুর মিল থাকলেও ব্যতিক্রম শুধু এক জায়গাতেই। মাংলির বিয়ের বর একটি কুকুর।
মাথাব্যথার যন্ত্রণায় যাদের জীবন দুর্বিষহ, তাদের জন্য এক অব্যর্থ মহৌষধের খবর জানালেন এক মার্কিন চিকিৎসক। লরেন স্ট্রেইশার নামের এই স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, নিয়মিত যৌন মিলনে দূর হতে পারে মাথা ব্যথার মতো নিত্য যন্ত্রণা।
যৌন জীবনে নারী সমকামীরাই বেশি তৃপ্ত বলে সেক্স মেডিসিন জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হয়েছে। গবেষণায় দেখা গেছে , সমকামী নারীরা বিষমকামী বা উভকামী নারীদের তুলনায় যৌন জীবনে অনেক বেশি তৃপ্ত।
অন্যান্য নিউজ
যৌনচক্র চালানোর দায়ে গ্রেপ্তার যে তারকারা
‘হেট স্টোরি ২’-র পর এবার ‘ক্রিয়েচার ৩ডি’ সিনেমায় উত্তেজক দৃশ্যে পর্দা কাঁপাতে চলেছেন সুরভীন।….
গোপনে মেয়েদের গোসল দেখা জায়েজ!
নারী-পুরুষের ফেসবুক চ্যাটিং নাজায়েজ!
বিসম্য়কর শোনালেও এইচ ডব্লিউ নামের অশীতিপর ওই বৃদ্ধের জীবনে ঘটেছে এমন অলৌকিক ঘটনা…