
শ্রম বিরোধ নিষ্পতির লক্ষ্যে নতুন আইন চালু করেছে সৌদি আরব।
এক খবরে আরব নিউজ জানিয়েছে, বুধবার এক অনুষ্ঠানে সৌদি শ্রমমন্ত্রী আদেল ফকিহ নতুন আইন চালুর ঘোষণা দেন।
এ আইনে ২৮টি ধারা রয়েছে।
আদেল ফকিহ জানান, মালিক ও শ্রমিকের মধ্যে বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হয়েছে।
সৌদি সরকারের আশা, নতুন আইন শ্রমিক এবং মালিক উভয়ের স্বার্থ রক্ষা করবে।
প্রসঙ্গত, সৌদি আরবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শ্রমিক কর্মরত আছে। সৌদি সরকার দেশটিতে বিদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে।