
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচ পাড়া সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বৃহস্পতিবার দুপুরে ভারতে অনুপ্রেবেশের সময় ১২১ ব্যটালিয়নের চাকলা গড় সীমান্তের টহল দল আব্দুল মান্নান (২৫) কে ধরে নিয়ে যায়।
সে বালিয়াডাঙ্গী উপজেলার সমির নগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ বিন ইসাহাক জানান, আটক বাংলাদেশিকে ফেরতের জন্য বিএসএফের কাছে চিঠি দিওয়া হবে।
এসএইচ/সাকি