ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বরযাত্রীবাহী একটি বাস বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার এক খবরে এনডিটিভি জানিয়েছে, বাসটিতে বর-কনেসহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতে পড়ে গেলে পানির তোড়ে ভেসে যায়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবেলা দল উদ্ধার কাজ শুরু করেছে।
উদ্ধার কর্মীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জনকে।
প্রসঙ্গত, প্রবল বর্ষণের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিকাংশ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ প্রদেশে বন্যা সতর্কতাও ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে কাশ্মীরে বিএসএসএফ জোয়ানসহ ২২ জন নিহত হয়েছে।