সেটল্যান্ড দীপপুঞ্জ থেকে ছবিটি তুলেছেন রুথ অ্যাশার। জজ অ্যাওয়ার্ডের ১৬টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে এটি।
সামুদ্রিক প্রাণির পাখি শিকারের ছবিটি সেটল্যান্ড দীপপুঞ্জ থেকে তুলেছেন রিচার্ড সাক্সমিথ। প্রাণির আচরণ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এটি।লিসেস্টশেয়ার শহরে পাখির মুখে খাবারের ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন ১১ বছর বয়সী উইলিয়াম বয়কাট। নবীন ফটোগ্রাফার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এটি।সেটল্যান্ড দীপপুঞ্জ থেকে ছবিটি তুলেছেন রুথ অ্যাশার। জজ অ্যাওয়ার্ডের ১৬টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে এটি।বন্য পাখির ছবি খুব কাছ থেকে ধারণ করার জন্য বিখ্যাত অ্যাকাস্টার। নাগরিক বন্য প্রাণি ক্যাটাগরিতে ৫ হাজার পাউন্ডের প্রাইজ জিতেছিলেন তিনি। ওই ক্যাটাগরিতে শিল্পীর তোলা ‘প্রকৃত নাগরিক অধিকার’ নামের এই ছবিটি পুরস্কৃত হয়েছিল। অ্যাকাস্টার বলেন, ওই পাখিটিকে দেখে আমার মনে হয়েছিল, পাখিটি ছবি তোলার জন্য অপেক্ষা করছিল। আমি দ্রুত তা শুট করি। এটি আমার জীবনের সবচেয়ে ভালো সুযোগ ছিল, ছবি তোলার সময় পাখিটি দৌড়ে পালানোর চেষ্টা করলো না।