
মার্কিন সংগীত তারকা জাস্টিন বিবার বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে আবার গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো হাতকড়া পরানো হলো তাকে।
এক খবরে রয়টার্স জানিয়েছে, কানাডার একটি সৈকতে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে বিবারকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডা পুলিশ জানিয়েছে, শুক্রবার অন্টারিওতে এই কাণ্ড ঘটান বিবার।
জানা গেছে, এ সময় তার সাথে সেলেনা গোমেজও ছিলেন। সম্প্রতি বিচ্ছেদ ভুলে ফের একত্রিত হয়েছিলেন দুজনে। কিন্তু সে সুখও কপালে সইল না।
বিবারের আইনজীবি জানিয়েছেন, পাপারাজ্জি থেকে মুক্তি পেতে ভুলবশত এ কাণ্ড ঘটিয়েছেন মার্কিন পপ তারকা।মোটা অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে, জেল হওয়ার আশঙ্কা নেই।
তবে কেউ কেউ বলছেন, এবার এক বছরের জেল হতে পারে বিবারের।
কেননা, এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে দুর্ঘটনা ঘটিয়ে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন বিবার। শর্ত ছিল, এ ধরনের ঘটনা আর ঘটবে না।