
খুলনার দিঘলিয়া উপজেলায় লক্ষ্মীকান্ত মন্ডল (৩৬) নামের এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত লক্ষ্মীকান্ত উপজেলার সেনহাটী চন্দনীমহল মুসলিম পাড়া এলাকার নথুরাম মন্ডলের ছেলে।
বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান।
তিনি জানান, লক্ষ্মীকান্ত রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ জানাতে পারেননি ওসি।
এএসএ/