
দিনাজপুরের বিরলে মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দীন (৬৬) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন যাবৎ তিনি প্যারালাইসিসে আক্রান্ত থাকার পর বুধবার ভোর ৬ টায় উপজেলার পলাশবাড়ী ইউপির দক্ষিণবাড়ি গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে অইন্নাইলাইহে রাজেউন)।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধ আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রহমান আলী গভীর শোক প্রকাশ করে; শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
দুপুরে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
টিআই/সাকি