ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফুটবলে নাম লেখালেন ব্রাজিলের সাবেক তারকা জিকো। আইএসএলের দল গোয়ার সঙ্গে কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাদা পেলে’ নামে পরিচিত এই মিডফিল্ডার।

আইএসএলের ভিডিকোন গ্রুপের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, রিডিও জেনোইরোতে জিকোর সাথে চুক্তি হয়েছে্।
ব্রাজিলের হয়ে ৩টি বিশ্বকাপ (১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬) খেলা জিকো ভিসা সংক্রান্ত কাজ শেষ হলেই ভারতে তার নতুন দলের সঙ্গে যোগ দেবেন।
ব্রাজিলে তো বটেই, খেলোয়াড় বা কোচ হিসেবে জিকো ক্যারিয়ার গড়েছিলেন ইতালি, জাপান, তুরস্ক, রাশিয়া, গ্রিস, ইরাক ও কাতারে।
প্রসঙ্গত,সৌরভ গাঙ্গুলির অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
আগামী ১২ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৮ শহরের ৮টি দলের মধ্যে হবে এই প্রতিযোগিতা। বিভিন্ন দলের মালিকের তালিকায় আছেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ , বলিউড তারকা সালমান খান, রনবীর কাপুর এবং জন আব্রাহাম৷
এই ৮টি দল হল চেন্নাই, দিল্লি, গোয়া, গৌহাটি, কোচি, কলকাতা, মুম্বাই আর পুনে।
ইউএম/