ফ্লাশিং মিডোর ফ্লাড লাইটের নিচে কালো পোশাক পরে খেললেন রজার ফেদেরার। আর কালো পোশাকে আলো ছড়িয়ে ইউএস ওপেনের শেষ আটে উঠলেন এই সুইস তারকা।

মঙ্গলবার বাওতিস্তার বিপক্ষে ম্যাচটি সহজেই ৬-৪, ৬-৩, ৬-২ গেমে জেতেন ফেদেরার।
১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী ফেদেরার শেষ আটে খেলবেন ফ্রান্সের গায়েল মঁফিসের বিপক্ষে। টুর্নামেন্টের ২০তম বাছাই মঁফিস বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৫, ৭-৬, ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন।
পুরষ এককে একই দিনে কোয়ার্টার-ফাইনালে ওঠেন টমাস বার্দিচ ও মারিন সিলিচ।
ইউএম/