
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুর ‘ক্রিয়েচার থ্রিডি’। সেই ছবির প্রচারে সম্প্রতি তিনি গিয়েছিলেন ছত্রিশগড়ের রায়পুরে। আর এ সময় বিপাশার প্রহরায় দেওয়া হয় বাড়তি নিরাপত্তা।
ভারতের একটি বার্তাসংস্থা বুধবার জানিয়েছে, রায়পুরে সিনেমা প্রচারে যাওয়ার সময় তার পেছনে ৮০ পুলিশের একটি বহর নিরাপত্তা দিয়েছে।
এছাড়া তার গাড়ির পেছনে ও সামনে নিরাপত্তা দিচ্ছিলেন ১০ অপরাধ বিভাগের কর্মকর্তারা। কিন্তু এত নিরাপত্তার কারণ কি?
কারণ একটাই। বসু গিয়েছিলেন রায়পুরের শংকরাচার্য ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিতে। যেখানে ভক্তরা তাকে দেখার জন্য উপচে পড়বে। আগে থেকেই এ ধারণা আঁচ করতে পেরে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, বলিউড পরিচালক বিক্রম ভাটের হরর ফিল্ম ‘ক্রিয়েচার থ্রিডি’ আগামী ১২ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিপাশা বসু ও পাকিস্তানি মডেল অভিনেতা হিসেবে পরিচিত ইমরান আব্বাস।