যারা নদী দখল ও দূষণ করছে, তাদের এ যুগের ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ারে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নদী রক্ষা কমিশন অনুষ্ঠানটির আয়োজন করে। নদীর দখল ও দূষণ রোধে গত বছর জাতীয় নদী রক্ষা কমিশন আইন পাস হয়। এর পর থেকে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণহানি ঘটিয়েছিল, তাদেরকে আমরা রাজাকার বলি। নদীরও প্রাণ আছে। তাই নদীকে যারা দখল ও দূষণের মধ্য দিয়ে ধ্বংস করছে, হত্যা করছে, তাদের এ যুগের রাজাকার আখ্যায়িত করাই সমীচীন।’