চীনে ভূমিধসে মাটি চাপা অন্তত ৪৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ঝাওটং শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। খবর পাওয়া গেছে এতে কমপক্ষে ৪৭ জন মাটির নিচে চাপা পড়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটেছে। খবর সিসিটিভি।

সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। কী কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটলো তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখছে।

ঝাওটং শহরের তাপমাত্রা এখন জিরো ডিগ্রির নিচে। এর মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা চলছে। কেউ মারা গেছেন কি না তা এখনও পরিষ্কার নয়। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে উদ্ধারকর্মীরা ধসে পড়া বাড়ি-ঘর এবং ভবনের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে।

পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর ওই অঞ্চল থেকে পাঁচ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাহাড় দিয়ে ঘেরা চীনের দুর্গম অঞ্চলে ভূমিধস খুবই সাধারণ ঘটনা। এর আগে ২০১৩ সালে ঝেনজিয়ং কাউন্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.