এডিএন টেলিকম ও টেলিস্যাট লাইটস্পিডের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

বিশ্বের অন্যতম বৃহৎ ও উদ্ভাবনী স্যাটেলাইট অপারেটর টেলিস্যাট (NASDAQ ও TSX: TSAT) এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড (DSE ও CSE: ADNTEL) যৌথভাবে এক বহু বছরের অংশীদারিত্ব ঘোষণা করেছে, যার মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া জুড়ে টেলিস্যাট লাইটস্পিড লো আর্থ অরবিট (LEO) সংযোগ সুবিধা প্রদান করা হবে। ৫৫ বছরেরও বেশি সময় ধরে স্যাটেলাইট … Continue reading এডিএন টেলিকম ও টেলিস্যাট লাইটস্পিডের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত