বৃহত্তর ফরিদপুর অঞ্চলের একমাত্র ভারী শিল্প কারখানা ফরিদপুর চিনিকলের আঁখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে । চলতি ২০১৩-২০১৪ মৌসুমে এক লক্ষ ২৫হাজার মেট্রিক টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১১৮ দিন কার্য দিবসে মাড়াইকৃত আখ থেকে ৯ হাজার মেট্রিক টন চিনি পাওয়া লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।
শুক্রবার বিকেলে চিনিকলের ডোঙ্গারায় আঁখ নিক্ষেপ করে আঁখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মো.আমজাদ হোসেন।
এসময় মধুখালী উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মী ও চিনিকলের কর্মকর্তা,আঁখ চাষীরা উপস্থিত ছিলেন ।
এর আগে মিল চত্বরে অনুষ্ঠিত মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ডোবরার পীরসাহেব আবু নাছের ফখরউদ্দিন এর পরিচালনায় চিনি কলের উন্নতি ও কর্মকর্তা-কর্মচারীদের সুখ-শান্তি কামনা করে মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।