২১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০১ রান করতে পারলেই প্লে অফের টিকিট কাটতে পারবে চেন্নাই। যদিও বেঙ্গালুরুর বোলারদের আঁটসাঁট বোলিংয়ে সেই লক্ষ্য পাড়ি দেয়া হয়নি চেন্নাইকে। চেন্নাইয়ের ইনিংস থেমেছে ১৯১ রানে। ফলে ২৭ রানের জয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু। ফাফ ডু প্লেসিদের দেয়া ২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই চেন্নাই হারায় অধিনায়ক রুতুরাজ গায়কোয়ারের উইকেট।
ড্যারিল মিচেল দলীয় ১৯ রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে চেন্নাই। সেখান থেকে দলকে টেনেছেন রাচিন রবীন্দ্র ও আজিঙ্কা রাহানে। তৃতীয় উইকেটে এই দুজনে ৪১ বলে ৬৬ রানের জুটি গড়েন। রাহানে ২২ বলে ৩৩ রান করে আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রাখেন রাচিন। ৩৭ বলে ৬১ রান করে শেষ হয়েছে তার ইনিংস। ১৪তম ওভারের দ্বিতীয় বলেই রবীন্দ্র জাদেজার ক্যাচ ফেলেছিলেন দীনেশ কার্তিক। ডাইভ দিয়েও ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। এর এক বল পর জাদেজা রান আউট আউটের ধাক্কা থেকেও বেঁচেছেন অল্পের জন্য। ক্যামেরন গ্রিনের করা চতুর্থ বলে শিভম দুবে ফাইন লেগের সীমানায় তার ক্যাচ মুঠোবন্দি করেছেন লকি ফার্গুসন।
খানিক বাদে মিচেল স্যান্টনার রান আউট হয়েছেন মাত্র ৪ রান করে। বাকি সময়টা ছিল রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিময়। দুজনই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। ধোনি শেষ দিকে ১৩ বলে ২৫ রান করে আউট হয়ে গেলেও জাদেজা ২২ বলে ৪২ রান করে অপরাজিত থেকেও চেন্নাইকে জেতাতে পারেননি।
এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন বিরাট কোহলি। প্রথম তিন ওভারেই তারা তুলে নিয়েছিল ৩১ রান। এরপর বাগড়া বাঁধায় বৃষ্টি। এরপর বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বৃষ্টি শেষে খেলা শুরু হলেও কোনো ওভার কাটা যায়নি। বৃষ্টির পরও স্বভাবজাত ব্যাটিং করতে থাকেন কোহলি। যদিও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ৪৭ রান করেই আউট হয়েছেন তিনি। ফাফ ডু প্লেসিও সমান তালে রান করেছেন। ৩৯ বলে ৫৪ রান এসেছে বেঙ্গালুরুর অধিনায়কের ব্যাট থেকে। এরপর ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার টেনেছেন বেঙ্গালুরুর ইনিংস।
পাতিদার ২৩ বলে ৪১ ও গ্রিন ১৭ বলে ৩৮ রানের ক্যামিও খেলে বেঙ্গালুরুর সংগ্রহ দুশো পাড় করেন। শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ৫ বলে ১৬ ও কার্তিকের ৬ বলে ১৪ রানে বিশাল পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত মহিপাল লামরোর কোনো রান না করেই অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর, একটি করে উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.