ইউনাইটেড ৯৬ বাংলাদেশ ফাউন্ডেশনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ফেসবুক ভিত্তিক এস এস সি ৯৬ এর বন্ধুদের অনেক গুলো গ্রুপর মধ্যে ইউনাইটেড ৯৬ বাংলাদেশ ফাউন্ডেশন একটি নতুন ধারা নিয়ে কাজ শুরু করেছে।

আর্ত-মানবতার পাশে সাধ্যমত সহযোগিতার মনোভাব নিয়ে ফাউন্ডেশনটি এগিয়ে যাবে এটাই সকল সদস্যদের দৃপ্তবাসনা।

তারই ধারাবাহিকতায় গত ০৩ এপ্রিল ২০২৪ মিরপুরের মিল্টন সমাদ্দার পরিচালিত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার সেন্টারে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছিয়ে দিয়েছে ফাউন্ডেশনটি। এ সময় ফাউন্ডেশনের সম্মানিত

ক্রিয়েটর ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রুপ ক্রিয়েটর তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা ক্ষুদ্র পরিসরে সাধ্যমতো বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছি এবং ভবিষ্যতেও করে যাবো। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং সকল বন্ধুদের কমিটমেন্ট। আমাদের এই সামাজিক কাজের জন্য সংগঠনের বাহিরেও আমরা অন্যান্য বন্ধুদের সহযোগিতা আশা করি।

ক্রিয়েটর সবাইকে ধন্যবাদ দিয়ে গ্রুপের সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে কার্যক্রম এর সমাপ্তি ঘোষণা করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.