নতুন টাকার চাহিদা বেড়েছে

 

ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন টাকা। এই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক প্রতি বছর ঈদকে সামনে রেখে বাজারে নতুন নোট ছাড়ে। করোনার কারণে গত দুই বছরে অবশ্য তাতে কিছুটা ছেদ পড়েছিল। তবে ঈদ উপলক্ষে এবার আবার নতুন টাকার চাহিদা বেড়েছে।

এই চাহিদা মেটাতে চলতি বছর বাংলাদেশ ব্যাংক ২৭ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

বুধবার (২০ এপ্রিল) থেকে ২৭ ব্যাংকের ৩২টি শাখায় পাওয়া যাচ্ছে নতুন টাকার নোট। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা অফিস থেকেও নতুন নোট দেওয়া হচ্ছে। নতুন টাকা সংগ্রহে ব্যাংকগুলোতে ভিড় লক্ষ করা গেছে। এর ফলে যে কেউই নতুন নোট সংগ্রহ করতে পারছেন। তবে একজন গ্রাহককে সর্বোচ্চ ১৮ হাজার টাকার নোট দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকের বাইরে কিছুটা বাড়তি খরচ করেও মিলছে নতুন টাকা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত দুই বছর করোনার কারণে নতুন নোট বিনিময় কার্যক্রম তেমনভাবে হয়নি। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন নোটের চাহিদাও অনেক বেড়েছে। গ্রাহকের চাহিদামতো নতুন নোট বিনিময়ে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তারা। তাদের মতে, একই ব্যক্তি যেন একাধিকবার নতুন নোট না দিতে পারেন সেজন্য আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে।

প্রত্যেকে ব্যাংক থেকে ১০, ২০, ৫০, ১০০ ও ২০০ টাকার নতুন নোট নিতে পারবেন। এ জন্য বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না। নির্ধারিত শাখাগুলোর পাশাপাশি প্রায় সব ব্যাংক শাখাতেই নতুন নোট মিলছে। তবে নির্ধারিত শাখাগুলো এই সেবা দিতে বাধ্য। অন্য শাখাগুলোর কাছে নতুন নোটের জোগান থাকলে তা দেওয়া হচ্ছে।

জানা গেছে, এবারে এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ানবাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখায় নতুন নোট দেওয়া হচ্ছে।

এ ছাড়া সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক ও ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাষ্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় নতুন নোট পাওয়া যাচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.