লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের হুথিদের হামলায় ইরান ‘গভীরভাবে জড়িত’ বলে যে অভিযোগ মার্কিন সরকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বার্তা সংস্থা মেহর-নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হুথিরা তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছে।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, লোহিত সাগরে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। হুথিদের পাশাপাশি তাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, তারা গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছেন।
হোয়াইট হাউজ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দাবি করেছিল, লোহিত সাগরের জাহাজগুলিতে হামলা চালাতে ঘনিষ্ঠভাবে সাহায্য করছে তেহরান। মার্কিন সরকার দাবি করে, কোন কোন জাহাজে হামলা চালাতে হবে তার গোয়েন্দা তথ্য সরবরাহ করার পাশাপাশি যেসব অস্ত্র দিয়ে হামলা চালাতে হবে তাও ইয়েমেনকে সরবরাহ করছে ইরান।
হোয়াইট হাউজের এ দাবি নাকচ করে দিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুথিদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য দিয়ে হামলা চালাচ্ছে। বাস্তবতা হচ্ছে আমেরিকা ও ইসরাইল প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে মারা খাচ্ছে। প্রতিরোধ আন্দোলনগুলোর নিজস্ব শক্তি রয়েছে যা নিয়ে প্রশ্ন তোলার অবস্থায় আমেরিকা বা ইসরাইল নেই। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.