আজ শুক্রবার প্রকাশিত দেশের বেশিরভাগ দৈনিকগুলোতে বিশ্বকাপের আর্জেন্টিনা ও জার্মানির ফাইনাল ম্যাচের খররটি প্রধান্য পেয়েছে। সোমবার রিউ ডি জেনেরিও মারকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিতক হবে।
সেমিফাইনালে জার্মানি স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোল ও আর্জেন্টিনা নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ লাভ করে।
প্রথম আলো: প্রথম আলোর প্রধান করেছে বেসিক ব্যাংকের অনিয়ম প্রসঙ্গে। এ খবরের শিরোনাম হলো ‘ সাড়ে পাঁচ বছরে খেলাপি ঋণ বৃদ্ধি ২৮৪৪ শতাংশ’। দ্বিতীয় শীর্ষ খবরের শিরোনাম ‘এবারের ইশ্বরের দুই হাত’।
সমকাল: সমকালের প্রধান খবরের শিরোনাম ‘প্রতিশোধ মঞ্চে মেসি’। একাদশ শ্রেণীতে ভর্তির নিয়ে বাণিজ্যের বিষয়টিকে পত্রিকাটি দ্বিতীয় শীর্ষ খবর করেছে। যার শিরোনাম ‘ভর্তি বাণিজ্য বেপোরোয়া’।
দৈনিক ইত্তেফাক: দৈনিক ইত্তেফাকের প্রধান খবরের শিরোনাম ‘মহাসড়কে মহাযন্ত্রনা’। পত্রিকাটি দ্বিতীয় শীর্ষ খবরের শিরোনাম ‘আর্জেন্টিনায় আনন্দের বন্যা’।
কালের কণ্ঠ: কালের কণ্ঠের প্রধান খবরের শিরোনাম ‘মন খুলে কথা বলতে পারলেন না ডিসিরা’। দ্বিতীয় শীর্ষ খবরের শিরোনাম হলো ‘ অনেক দায়শোধের পালা ’।
The Daily Star: ইংরেজি দৈনিক The Daily Star প্রধান শিরোনাম ‘Act now to save rivers’।
Financial Express: ইংরেজি দৈনিক Financial Express প্রধান শিরোনাম ‘Exports edge up 11.65pc fetch $30.17b in FY’s14।
এসএম