আর্জেন্টিনা, স্পেন ও কলম্বিয়ার হয়ে খেলা কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানো গতকাল সোমবার ৮৮ বছর বয়সে মারা গেছেন। ১৯২৬ সালের ৪ জুলাই আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জন্মগ্রহণ করেন এই তারকা। খবর মেইল অনলাইন।

রোববার সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।
আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন তিনটি দেশের হয়ে খেলেছেন স্টেফানো। পঞ্চাশের দশকে রিয়াল মাদ্রিদ পরপর পাঁচবার ইউরোপ সেরা হয়েছিল। সেই অনবদ্য কীর্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডি স্টিফানোর। ‘ব্লন্ড অ্যারো’ ডি স্টেফানো রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। রিয়ালের হয়ে ২৮২টি ম্যাচে ২১৬টি গোল রয়েছে ডি স্টেফানোর। তবে আর্জেন্টিনায় জন্ম নেয়া এ কিংবদন্তি ফুটবলারের কখোনো বিশ্বকাপে খেলা হয়নি।
স্টেফানো রিভার প্লেটের হয়েও অসামান্য নৈপুণ্য দেখিয়েছেন। রিভার প্লেটের হয়ে ৭২ ম্যাচে ৫৩ গোল করেছেন এই তারকা।
১৯৪৭ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়েও তার ভূমিকা ছিল অনবদ্য। ওই আসরে তিনি গোল করেন ৬টি।
ইউএম/