২০২১ সালেই শেষ হয়েছিল চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়নার আইপিএল ক্যারিয়ার। সেই মৌসুমের পর আর আইপিএলে দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে। ২০২১ সালে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আইপিএলের মাঝপথে দল ছাড়েন রায়না। সেই সময়ে ভারতের গণমাধ্যম জানিয়েছিল, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিবাদের কারণেই নাকি আইপিএল ছাড়েন রায়না। যদিও সত্যটা হচ্ছে ধোনির সঙ্গে আলোচনা করে নিজেই দল থেকে বেরিয়ে পড়েন সেই সময় অফ-ফর্মে থাকা রায়না।
সম্প্রতি জিও সিনেমার একটি অনুষ্ঠানে রবিন উথাপ্পার সঙ্গে নিজের আইপিএল ক্যারিয়ারের শেষভাগের মুহূর্ত নিয়ে আলোচনা করেন রায়না, ‘যখন ধোনি এবং আমি কথা বলি, আমিই তাকে বলেছিলাম রবিন উথাপ্পাকে খেলিয়ে দেখতে পারো। সে আমার অনুমতি নিয়েই তোমাকে খেলিয়েছে। আর আমি তাকে বলেছি, ‘সে (উথাপ্পা) একমাত্র লোক যে তোমাকে ফাইনালে নিয়ে যাবে, বিশ্বাস রাখো। ধোনি আমাকে বলেছে, ‘দেখো আমরা ২০০৮ সাল থেকে একসঙ্গে খেলছি। তবে আমি এই মৌসুমটি জিততে চাই। এখন তুমিই আমাকে বলো কি করা যায়।’ আমি বলেছিলাম, ‘রবিনকে তিনে খেলাও এবং নিশ্চিত করো ফাইনাল পর্যন্ত সে যেন একাদশে থাকে। তুমি জিতলে চেন্নাই জিতবে। আমি খেলি বা সে খেলে। রায়না আর রবিন একই।’
ক্রিকেট বিশ্বে ধোনি আর রায়নার বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা। ভারতের জাতীয় দল বা চেন্নাইতে অসংখ্য ম্যাচ একসঙ্গে জিতেছেন এই দুজন। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিও একইসঙ্গে জিতেছেন ধোনি এবং রায়না। এ ছাড়া চেন্নাইয়ের হয়ে চারটি শিরোপাও একসঙ্গে জিতেছেন এই দুজন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুজনই একইসঙ্গে অবসরে যান। ধোনি অবসর নেয়ার কিছুক্ষণ পর অবসরের ঘোষণা দেন রায়নাও।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.