আগামী বছরের মাঝে দেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা শূন্যে নেমে আসবে – সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী বছরের মাঝে দেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা শূন্যে নেমে আসবে।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর জোট সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সার্ক সিসিআই) সভাপতির দায়িত্ব এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘সাধারণ মানুষ অর্থনৈতিক অগ্রগতির সুবিধা না পেলে সেই উন্নয়নের কোন মানে হয় না। তবে বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম, বাংলাদেশ সবাইকে সঙ্গে নিয়েই এগিয়েছে। এ উন্নয়নের ধারায় আগামী বছরের মধ্যে দেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা শূন্যে নেমে আসবে।’

প্রধানমন্ত্রীর এই বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা

আরও বলেন, ‘২০০৯ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৯৬ বিলিয়ন ডলার, বর্তমানে তা প্রায় ৫ গুণ বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।’

তিনি

আরও বলেন, এই অগ্রযাত্রায় দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্ভাবনার সবটুকু কাজে লাগানো সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এজন্য মূলত এই অঞ্চলের দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন দায়ী।’

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.