রোদ-বৃষ্টির পর লিটন-রনির ঝড়

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। আর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

এদিকে এই ম্যাচের টসের পরই ঝড় শুরু হয়েছে চট্টগ্রামে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ম্যাচ শুরুর সময় নির্ধারণ হতে না হতেই আবারও বৃষ্টি নেমেছে সাগরিকায়। প্রথমে দুই দলের ইনিংস ১৯ ওভারে কমিয়ে আনা হয়েছিল। বৃষ্টি বাগড়া দেয়ায় আরও দুই ওভার করে কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়াররা। ফলে দুই ইনিংস কমিয়ে আনা হয়েছে ১৭ ওভারে। পাওয়ার প্লে ৫ ওভার। খেলা শুরু ৩.৪০ মিনিটে।

প্রথম টি-টোয়েন্টিতে ৬ ওভারে ৮১ রান তোলে নিজেদের ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছিলেন লিটন দাস ও রনি তালুকদার। দ্বিতীয় ম্যাচেও চলছে তাদের দুজনের তাণ্ডব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.