রোববার থেকে স্বর্ণের নতুন দাম

দেশের বাজারে বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম। নতুন দাম আগামীকাল রোববার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

শনিবার অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর সভায় এই দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, ২২ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৪৭০ টাকা; তাতে প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। সিদ্ধান্ত অনুসারে ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম হয়েছে ৮ হাজার ৮৫ টাকা, আর প্রতি ভরির দাম ৯৪ হাজার ৩০৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬ হাজার ৯৩০ টাকা, প্রতি ভরি ৮০ হাজার ৮৩২ টাকা । নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫ হাজার ৭৭০ টাকা, আর প্রতি ভরি ৬৭ হাজার ৩০১ টাকা ।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা; প্রতি ভরির দাম এক হাজার ৭১৫ টাকা।  ২১ ক্যারেটের রুপার প্রতি গ্রামের দাম ১৪০ টাকা; প্রতি ভরির দাম এক হাজার ৬৩৩ টাকা।  ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা, ভরিতে এক হাজার ৫০ টাকা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.