দেশে স্মার্ট এভিয়েশনকে উৎসাহিত করতে সেমিনারের আয়োজন

বাংলাদেশে স্মার্ট এভিয়েশনকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারটি আজ (০২ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বন্ধ অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহ চালু করণ’ শীর্ষক সেমিনারের আয়োজক ভ্রমণ বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহায়তা প্রদান করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী   মোঃ মাহবুব আলী। অতিথি হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন ডেইলি অবজার্ভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উইং কমান্ডার এটিএম নজরুল ইসলান (অবঃ) মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক প্যানেলে ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক কর্পোরেট ট্রেনিং এন্ড প্লানিং এয়ার কমোডর ড. মোঃ মাহবুব জাহান খান প্রমূখ।

দেশী ও আন্তর্জাতিক এয়ারলাইন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, স্টেকহোল্ডার সংস্থা ও প্রতিষ্ঠান এবং গনমাধ্যম প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালন করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। সেমিনারের শুরুতে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন ইবিএল কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্ণাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম।

অর্থসূচক / এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.