সাকিব-তামিমের বিরোধ মেটাতে ব্যর্থ বিসিবি সভাপতি

জাতীয় দলের সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝে বিরোধ এখন তুঙ্গে। এই দুই সুপারস্টারের বিরোধ মেটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

জানা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে গ্রুপিংয়ের বিষয়টি এতদিন ধরে ‘ওপেন সিক্রিট’ হয়েই ছিল। তবে এবার তা বিসিবি সভাপতি পরিস্কার করলেন। একইসঙ্গে জানালেন জাতীয় দলের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝে বিরোধের প্রভাব দলে পড়েছে।

বিষয়টি নিয়ে সাকিব আর তামিমের সঙ্গে কথা বলেছেন জানিয়ে পাপন আরও বলেন, ‘আমি দুজনের সঙ্গেই কথা বলে বুঝতে পারি, এই সমস্যার (সাকিব-তামিমের বিরোধ) সমাধান করা এই মুহূর্তে এত সহজ নয়। এটা আমার পর্যবেক্ষণ। তারপর দুজনকেই একটা বার্তা দেওয়া হয়েছে- তোমাদের মাঝে কী চলছে সেটা আমরা জানি না, তবে ম্যাচে বা কোনো সিরিজে যেন এর প্রভাব না পড়ে। তারা দুজনেই আমাকে নিশ্চিত করেছে যে, খেলার মাঝে এসব কোনো প্রভাব ফেলবে না।’

এরপর জাতীয় দলে গ্রুপিংয়ের কথা স্বীকার করে পাপন বলেন, ‘এই মুহূর্তে জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হলো গ্রুপিং। এটাই বাস্তবতা। কোনো কিছুতেই আমার সমস্যা নেই, আমি শুধু এই গ্রুপিং নিয়ে ভয়ে আছি। এটার ব্যাপারে আমি জেনেছি কিছুদিন আগে। এমনকি বিশ্বকাপে হোটেলে না থেকেও এবিষয়ে শুনেছি। আমি বিশ্বাস করতে পারছি না এটা সম্ভব! আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু চাই, তাহলে এখনই এটার (গ্রুপিং) শেষ হওয়া উচিত। একটা জিনিস সবার বোঝা উচিত- এখানে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই।’

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.