১ ম্যাচে খেলে পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর হুট করেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশাওয়ার জালমি। দলটির হয়ে একটি ম্যাচে মাঠেও নেমেছেন টাইগার অলরাউন্ডার।

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দলটির হয়ে খেলার কথা ছিল এই তারকা ক্রিকেটারের। অবশ্য পারিবারিক কারণে হুট করেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে তাকে। সাকিবের বদলি হিসেবে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিয়েছে জালমি।

এক বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পেশাওয়ার জালমির সাকিব আল হাসান পরিবারের গুরুত্বপূর্ণ কাজে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তার পরিবর্তে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে পেশাওয়ার দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলাদেশি এই অলরাউন্ডার পাকিস্তানে সুপার লিগের প্লে অফে আবারো ফিরে আসবেন যদি পেশাওয়ার জালমি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে।’

পিএসএল থেকে বিরতি নেয়া প্রসঙ্গে জিও নিউজের সঙ্গে কথা বলেছেন সাকিব নিজেও। তিনি বলেন, ‘জরুরি ব্যক্তিগত কারণে আমি পিএসএল ছেড়ে যাচ্ছি। আমি জানি পাকিস্তানে আমার শক্তিশালী ফ্যানবেস রয়েছে। আমি তাদের উপস্থিতিতে বাকি ম্যাচগুলো খেলার জন্য অপেক্ষায় আছি। হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি আবারও দ্বিতীয় পর্বের খেলার আগে ফিরে আসব এবং পেশোয়ার জালমিকে আবারও শিরোপা জেতাতে ভূমিকা রাখার চেষ্টা করব।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.