কনস্যুলেট বন্ধের পর ৯ রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চলতি সপ্তাহে ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দেয়৷ এর প্রতিক্রিয়ায় নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক৷ তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন৷

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানি, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়৷

ইউরোপের কয়েকটি দেশে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনার পর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে দাবি করে ইস্তাম্বুল কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করেছে নয়টি দেশ৷ তবে মার্কিন কনস্যুলেট খোলা রয়েছে, কারণ, কনস্যুলেটের ভবনটি ইস্তাম্বুল শহরের কেন্দ্রে না আর তাই এলাকাটিকে কম ‘ঝুঁকিপূর্ণ’ মনে করা হয়৷

এ ছাড়া আঙ্কারা সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ প্রস্তাবে ভেটো দেয়ার পর থেকে তুরস্ক ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছিল৷ ডেনমার্ক, সুইডেন ও নেদারল্যান্ডসে সাম্প্রতিক বিক্ষোভে উগ্র ডানপন্থিরা মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআনের কপি পোড়ানোর পর সম্পর্কের আরও অবনতি হয়।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু অভিযোগ করেছেন, আগামী ১৪ মে অনুষ্ঠেয় তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের প্রচারণায় হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে কনস্যুলেট বন্ধ করেছে পশ্চিমারা। তিনি বলেন, পশ্চিমারা তুরস্কের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তারা তুরস্ককে অস্থিতিশীল করতে চায়।

এদিকে, নরওয়ের পুলিশ অসলোতে পূর্বপরিকল্পিত ইসলামবিরোধী এক বিক্ষোভ বাতিল করেছে৷ তুর্কি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছিল এই বিক্ষোভের নেপথ্যে থাকা দলটি৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি, এপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.