ট্যাংকের পর ইউক্রেন পাবে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র?

পশ্চিমা বিশ্ব থেকে ব্যাটেল ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের উপর আরও হামলা চালিয়েছে রাশিয়া৷ বৃহস্পতিবার দেশটির বিভিন্ন প্রান্তে ৫০-টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে৷

ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র অনুযায়ী- ৮৫ শতাংশ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে৷ তবে জ্বালানি অবকাঠামোর উপর হামলার ফলে রাজধানী কিয়েভ, ওডেসা ও ভিনিৎসিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে৷ রুশ স্থলবাহিনীও ইউক্রেনের পূর্ব প্রান্তে ৬০টিরও বেশি শহরের উপর হামলা চালিয়েছে৷

এমন পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, একমাত্র উপযুক্ত অস্ত্র দিয়েই রাশিয়ার আগ্রাসন বন্ধ করা সম্ভব৷ তার মতে, ইউক্রেনের শহরগুলোর উপর সন্ত্রাসবাদীদের ব্যবহার করা প্রতিটি রুশ ক্ষেপণাস্ত্র, প্রতিটি ইরানি ড্রোন আরও অস্ত্রের প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি হিসেবে বিবেচনা করতে হবে৷

জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যাটেল ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ কানাডা এবং ইউরোপের কিছু দেশও নিজেদের ভাণ্ডার থেকে জার্মানিতে তৈরি লেওপার্ড ট্যাংক ইউক্রেনকে দেবার উদ্যোগ নিচ্ছে৷ সব মিলিয়ে প্রায় ১৫০টি ট্যাংক পেতে পারে সে দেশ৷ মার্চ বা এপ্রিল মাসেই জার্মানির লেওপার্ড ২ ট্যাংক ইউক্রেনে পৌঁছে যেতে পারে৷

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এবার ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান পাঠানোর বিষয়ে আলোচনা শুরু হচ্ছে৷ সে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর এক উপদেষ্টা আমেরিকায় তৈরি এফ-১৬-এর মতো যুদ্ধবিমানের প্রয়োজনীয়তার উল্লেখ করেছেন৷ সেইসঙ্গে রাশিয়ার প্রতিক্রিয়ার ভয় না করে ইউক্রেনের গোটা ভূখণ্ডেই ক্ষেপণাস্ত্র মোতায়েন ও এয়ার ডিফেন্স প্রণালী বসানোর ছাড়পত্র দেবার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেউৎস মোরাভিয়েৎস্কি৷ ন্যাটো ইউক্রেনকে যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিলে তিনি পোল্যান্ডের সমর্থনের আশ্বাস দিয়েছেন৷ তিনি ন্যাটোর উদ্দেশ্যে আরও সাহসি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন৷

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মতে, ইউক্রেনকে ব্যাটেল ট্যাংক সরবরাহের সিদ্ধান্তের মাধ্যমে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লো আমেরিকা ও ইউরোপ৷ রাশিয়া বার বার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইউক্রেনে ‘প্রক্সি’ যুদ্ধ চালানোর অভিযোগ করে চলেছে৷ সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, রয়টার্স

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.