সীমান্ত হত্যা বন্ধে ভারত খুবই আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে আমাদের কথা ছিল তারা সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করবে না, তবুও করছে। তবে এক পর্যায়ে এটা বন্ধ করতে আমরা সক্ষম হবো। কারণ সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত দুই দেশই খুবই আন্তরিক।

ভারত সরকার সব সময় বলে তারা সীমান্তে হত্যা বন্ধ করবে কিন্তু তারপরও হত্যার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন তিস্তার চর এলাকায় নদীপাড়ে রংপুর র‍্যাব-১৩ এর শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন আসাদুজ্জামান খান কামাল।

পরে চরাঞ্চলের গরীব ও শীতার্ত মানুষের মাঝে প্রায় ৬ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.