ব্লক মার্কেটে বেক্সিমকো সুকুকের বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৮ কোটি ২৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইস্তানা বন্ডের।বন্ডটি ৪৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সী পার্ল বীচ ১৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআই ২ কোটি ২৩ লাখ, এডিএন টেলিকম ১ কোটি ৬৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ২৭ লাখ, বেক্সিমকো ৪ কোটি ৮৯ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৩৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩৯ লাখ, সাউথবাংলা ব্যাংক ৪ কোটি ৪৫ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.