লেনদেনের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে  ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ২৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৪৯ লাখ ৫১ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির ১৫ লাখ ৯৯ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ লাখ ৯৯ হাজার টাকা।

বসুন্ধরা পেপার মিল ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল বীচ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, জেনেক্স ইনফোসিস ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.