
গত মঙ্গলবার এ সভা অনুষ্ঠানের কথা ছিল। সভায় স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার কর্মসূচি (ডিমিউচুয়ালাইজেশন স্কিম) ও অন্তর্বর্তী পর্ষদ অনুমোদনের কথা। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে শেষ মুহুর্তে এটি বাতিল হয়ে যায়। ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান এ রিট আবেদন করেছিল।
বুধবার আহমেদ ইকবাল হাসানের তার রিট প্রত্যাহার করে নেন। তাই ডিএসই পরিচালনা পর্ষদ আজ নতুন এ সময়সূচি নির্ধারণ করে।
ইজিএমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি (স্কিম), সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা অনুমোদন করা হবে।