উদার মুদ্রানীতি গ্রহণ করেছে ব্যাংক অব জাপান

জাপানে মূল্যস্ফীতি বেড়েছে ব্যাপক হারে। দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতি গত নভেম্বরে ৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে সেতুলনায় দেশটির মানুষের মজুরি বাড়েনি। এমন পরিস্থিতিতে অর্থনীতি চাঙা করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব জাপান উদার মুদ্রানীতি গ্রহণ করেছে। এর কারণে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দেশটিতে গত ৪১ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে তেলের উৎপাদন কমে যাওয়া এবং সব ধরনের জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। এ সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম ১৯৯০ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫১।

জাপান বিশ্বের সবচেয়ে কম মূল্যস্ফীতির দেশগুলোর একটি। দেশটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জি-৭ ভুক্ত অন্যান্য দেশের নীতি সুদ হার বাড়ানোর নীতিকে সমর্থন জানিয়ে আসছিল।

 

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.