প্রথম দিনই ৪ হাজার কোটি টাকা ধার নিলো পাঁচ ইসলামী ব্যাংক

দেশের ইসলামি ধারার ব্যাংকগুলোর তরল্য সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ ডিসেম্বর) একদিনেই পাঁচ ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েছে ৪ হাজার কোটি টাকা।

ধার নেওয়া ইসলামিক ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সোমবার (৫ ডিসেম্বর) এসব ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিতে এক নির্দেশনা জারি করে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক অর্থসূচককে বলেন, এখন পর্যন্ত দেশের ইসলামি ধারার ৫ ব্যাংককে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আজকে আরও কিছু পরিমাণ টাকা দেওয়া হতে পারে। তবে এটি তারল্য সুবিধা না। এসব ব্যাংকগুলোর যে সুকুক বন্ড আছে তার বিপরীতে এসব অর্থ দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বিভিন্ন অস্থিরতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ধারাবাহিক কমছে।  গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা। সোমবার (৫ ডিসেম্বর) ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধার আওতায় ইসলামি ব্যাংকগুলো সুকুক জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে শুরু করেছে। সুকুকের বিপরীতে প্রয়োজনমতো ব্যাংকগুলো টাকা ধার নিতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.