রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.