পল ওয়াকারের অনাকাঙ্খিত মৃত্যুর পর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ২০১৫ সালের ১০ই এপ্রিল ছবিটি মুক্তি পাবে। রোববার রাতে মুভির সহ-অভিনেতা ভিন ডিসেল তার ব্যক্তিগত ফেসবুকে এ ঘোষণা দেন। গণমাধ্যম সংস্থা ‘দি ওয়াল স্ট্রিট জার্নালের’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এই সপ্তম সিক্যুয়েলসের। কিন্তু অন্যতম প্রধান চরিত্রের আকস্মিক মৃত্যুর পর ছবিটির মুক্তির তারিখ পেছাতে হয়েছে।
তিনি বলেন, ওয়াকারের মৃত্যুর পর কিছুদিন ছবিটির নির্মাণ কার্যক্রম স্থগিত ছিল। কিন্তু এখন তাদের সহযোগীর মৃত্যুর শোককে কাটিয়ে উঠে ছবির কাজে মন দিবেন। ফলে ছবিটির নির্মাণ কাজ সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, ২০০১ সালে জনপ্রিয় অ্যাকশন হিরো পল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের কাজ শুরু হয়। বিগত ছয়টি ছবির পাঁচটিতেই অভিনয় করেছেন ওয়াকার। সহ-অভিনেতা ভিন ডিসেল আর ডোয়েন ‘দ্য রক’ জনসনের সাথে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেনের শুটিংও শুরু করে দিয়েছিলেন তিনি।
এসআর/এআর