ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ১২ হাজার ৮৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ফার্মা লিমিটেড ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, অ্যাক্টিভ ফাইন, এএমসিএল প্রাণ, বিএটিবিসি, বিবিএস, বিবিএস কেবলস, বিডি ল্যাম্পস, বীচ হ্যাচারি, বেক্সিমকো গ্রীণ সুকুক, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, ইন্দো-বাংলা ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, মার্কেন্টাইল ব্যাংক,বিডি মনোস্পুল, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রীড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, আরডি ফুড, রিং শাইন, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সিলভা ফার্মা, সোনালী পেপার,ট্রাস্ট ব্যাংক ও ইউসিবি।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.