২ ওভারে ৪৫ রান দিল মুস্তাফিজ

টি-টেনে ভুলে যাওয়ার মতো রাত পার করেছেন মুস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচে দুই ওভারে ৪৫ রান করেছেন এই বাঁহাতি পেসার। আর তাতে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩৫ রানে হারে টিম আবুধাবি।

টস জিতে এ দিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিকোলাস পুরান। সম্প্রতি জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেয়া পুরানের ঝড়ের কবলেই পড়েন মুস্তাফিজ। ক্যারিবিয়ান এই সাবেক অধিনায়ক করেন ৩৩ বলে ৭৭ রান। যেখানে ছিল পাঁচটি চার ও আটটি বিশাল ছক্কা। এগুলোর মধ্যে দুটি চার ও তিনটি ছক্কা মুস্তাফিজের ওভারেই মারেন পুরান। আর তাতে অভিষেকটা রাঙানো হয়নি মুস্তাফিজের।

প্রথম ওভারে ১৮ রান দেন বাংলাদেশি এই পেসার। দ্বিতীয় ওভারে দেন ২৭! দলের হয়ে সবচেয়ে খরুচে বোলিং করেছেন তিনি। এ দিন ১০ ওভারে ছয় উইকেটে ১৩৪ রান তোলে গ্ল্যাডিয়েটর্স।

জবাবে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেটে ৯৯ রান তোলে টিম আবুধাবি। দলটির হয়ে ১৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন জেমস ভিনস। ১৩ বলে ২৬ রান করেন ফ্যাবিয়েন অ্যালেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.