পুঁজিবাজারে থাকছে না প্রি-ওপেনিং সেশন

পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকছে না।

পুঁজিবাজারে মূল লেনদেন শুরুর আগে শেয়ার কেনা-বেচার অর্ডার দেওয়ার জন্য এই প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছিলো। তবে বিএসইসির নির্দেশে এই নিয়ম আর থাকছে না।

নতুন সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.