মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কণ্ঠশিল্পী আকবর

সদ্য প্রয়াত ‘ইত্যাদি’ খ্যাত কণ্ঠশিল্পী আকবরকে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মসজিদের পাশে সমাহিত করা হয়েছে আজ (১৪ নভেম্বর)। আকবরের গ্রামের বাড়ি যশোরের সুজলপুর গ্রামে যোহরের নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়।

যদিও আকবরের শেষ ইচ্ছা ছিল তিনি মায়ের কবরের পাশে সমাহিত হবেন। গতকাল তার স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন।

আজ সকালে আবার আকবরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মায়ের কবরের পাশে স্থান সংকুলান না হওয়ায় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

গতকাল (১৩ নভেম্বর) কণ্ঠশিল্পী আকবর রাজধানীর বারডেম হাসপাতালে মারা যাওয়ার পর তার মরদেহ মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মরদেহ রাতেই যশোরে নিয়ে যাওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.