সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

কোনো ব্যাংকের তারল্য ঘাটতি থাকলে বাংলাদেশ ব্যাংক সে ব্যাপারে ব্যবস্থা নেবে। একইসঙ্গে সার্বিক সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যাংকগুলোর সিইওদের এসব নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকের সিইওরা বলছেন মানুষ আমানত তুলছে না। আমানত সুরক্ষিত রয়েছে। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সমাধানে তারা সতর্ক থাকবে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় সমস্যা থাকলে তা আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে। বর্তমানে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা বিরাজ করছে। তবে ব্যাংকগুলো মধ্যে কোনো উদ্বেগ নেই।

এছাড়া তিনি বলেন, আমানত তুলে নেওয়ার বিষয়টি গুজব। এবিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিগগিরই সব সমস্যা দূর হবে।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.