বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আসিয়ান নেতার

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্ব ও উত্তেজনার বিরূপ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এসব প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে বিশ্বের নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের চেয়ারম্যান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

রোববার (১৩ নভেম্বর) পূর্ব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এখনই সবাই এক না হয় তাহলে বিশ্বব্যাপী কষ্টার্জিত স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যাবে।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। কোনো পক্ষ বা দেশের নাম উল্লেখ না করে সবাইকে এক হওয়ার আহ্বান জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

তাইওয়ানকে ঘিরে চীনের চালানো সামরিক মহড়া এবং ইউক্রেনে রাশিয়ার কথিত সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ সব ধরনের বিরূপ প্রভাব পড়েছে।

এ ব্যাপারে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান অনেক চ্যালেঞ্জ এবং উত্তেজনা আমাদের আগের কষ্টার্জিত স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টার ক্ষতি করছে এবং মানুষের জীবনমানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.