টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। সেটা এখনও পুরোপুরি কাটেনি। মেলবোর্নের আকশে এখনও মেঘ আছে। তবে এখনও পর্যন্ত বৃষ্টির বাধা না আসায় সময়মতোই টস অনুষ্ঠিত হয়েছে। টস ভাগ্যে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

এই ম্যাচে আগের দিন থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে সেই সম্ভাবনা অনেকটা কমে এসেছে। মেলবোর্নের আকাশ আপাতত বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। তবে প্রকৃতি ঘনঘন রং বদলায়। তাই বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনও।

পাকিস্তান এবং ইংল্যান্ড-দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.