ওয়ারেন বাফেটের কোম্পানি ৫২৫ কোটি ডলারের শেয়ার বাই-ব্যাক করেছে

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে আবারও বড় অংকের শেয়ার বাই-ব্যাক (নিজ কোম্পানির শেয়ার কিনে নেওয়া) করেছে। এ দফায় কোম্পানিটি প্রায় ১০০ কোটি ডলার মূল্যের শেয়ার তুলে নিয়েছে বাজার থেকে।

গত ৯ মাসে প্রতি প্রান্তিকেই বার্কশায়ার হ্যাথাওয়ে শেয়ার বাই-ব্যাক (Buy-back) করেছে। এই সময়ে মোট ৫২৫ কোটি ডলারের শেয়ার বাই-ব্যাক করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৩২০ কোটি ডলারের শেয়ারর বাই-ব্যাক করেছে। দ্বিতীয় প্রান্তিকে বাই-ব্যাক করেছিল ১০০ কোটি ডলার মূল্যের শেয়ার।

খবর সিএনবিসির।

এদিকে, সর্বশেষ বা হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি ২৬৯ কোটি ডলার নিট লোকসান দিয়েছে। অথচ আগের বছর একই সময়ে কোম্পানিটি এক হাজার ৩৪ কোটি ডলার নিট মুনাফা করেছিল। পুঁজিবাজারেরর ব্যাপক উঠা-নামার কারণে বাফেটের কোম্পানিকে এই লোকসান গুণতে হয়েছে।

তবে বাজারের পারফরম্যান্সের চেয়ে ভাল করেছে বাফেটের বার্কশায়ার। আলোচিত সময়ে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নির্বাচিত ৫০০ কোম্পানির সূচক এসঅ্যান্ডপি৫০০ প্রায় ২০ শতাংশ কমলেও এই সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগে বার্কশায়ারের লোকসান হয়েছে মাত্র ৪ শতাংশ।

অন্যদিকে সর্বশেষ প্রান্তিকে বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ারের দাম কমেছে দশমিক শূন্য ৬ শতাংশ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.