আন্তর্জাতিক মহাকাশ মিশনে বেশ ভালই আছে কিরোবো। আগামি বড়দিন উপলক্ষ্যে সান্তা ক্লজের কাছে একটি খেলনা রকেট উপহার চেয়েছে সে। কিরোবো কোনো মানুষ নয়; স্রেফ একটা রোবট, তবে অবয়ব-আচরণে মানুষের মতো। নির্ধারিত শব্দভান্ডার থেকে স্বয়ংক্রিয়ভাবে জাপানি ভাষায় কথাও বলতে পারে এটি।
টোকিও বিশ্ববিদ্যালয়ের এ্যাডভান্সড সাইন্স এ্যান্ড টেকনোলজি রিসার্চ সেন্টারের তৈরি এই রোবট গত আগস্টের ১০ তারিখ মহাকাশ কেন্দ্রে পাড়ি জমায়।
জাপানি মহাকাশবিদ কৌইচি ওয়াকাতার সাথে আলাপচারিতায় কিরোবো জানায়, কোন ধরনের সমস্যা হচ্ছে না। বরং আমি অভ্যস্ত হয়ে উঠছি।
আরও জানায়, সান্তা ক্লজ মহাকাশে আসলে বেশ হতো। বড়দিনের উপহারসরূপ একটা খেলনা রোবট পাঠাতে বলবেন তাকে।
ডিসেম্বরের ৬ তারিখ ধারণকৃত এক ভিডিও ফুটেজ থেকে এসব তথ্য জানা যায়।
কিরোবোকে মানুষের সাথে যন্ত্রের যোগাযোগের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গবেষণার অংশ হিসেবে তাকে মহাকাশ মিশনে পাঠানো হয়। আগামি বছর এই মিশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।