দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪৯ জন জামায়াত- শিবিরের নেতা কর্মীকে আটক করেছে।
গত শনিবার দিবাগত গভীর রাত থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত এই অভিযান চলে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম আজাদ খান জানান,র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র্যাব),বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ নিয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় অভিয়ান চালায়। এ সময় তারা জামায়াত,শিবির ও বিএনপির ৪৯ জন নেতা কর্মীকে আটক করে।
গতকাল তাদেরকে বিভিন্ন মামলাসহ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।